কালিগঞ্জে ধানের শীষের নির্বাচনী সমাবেশ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ- আশাশুনি) সাবেক এমপি ও সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন- এর পক্ষে জনশ্রুতে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ) বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০৩ আসনের ধানেরশীষের প্রার্থী কাজী আলাউদ্দীন। তিনি বলেন সকল ভেদাভেদ ভূলে সাতক্ষীরা ৩ আসনে ধানেরশীষকে বিজয়ী করতে কাজ করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, যুগ্ম আহবায়ন তুহিনউল্যাহ তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান (বাপ্পী), উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা তাতিদলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারি শোকর আলী প্রমুখ। কালিগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ধানেরশীষ প্রেমীদের পদভারে মুখরিত হয়ে উঠে। এসময়ে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দিনকে ধানেরশীষ প্রতিকে ভোট দেওয়ার উদাত্ত আহবান করা হয়।
বিশাল এ সমাবেশে অংশগ্রহন করেন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি হাজার হাজার জনগন।

