সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার: ঐক্যের পথে, আমরা সকলে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দোতলায় সাতক্ষীরা জেলার ডেকোরেটর মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি মো. হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেকোরেটর মালিক সমিতি ঢাকা ও সিলেট কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম এ ইউসুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন পল্টু, খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকির, ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ইভেন্ট প্লাস সাতক্ষীরা প্রোপাইটার মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কুদ্দুস, সহসভাপতি মো. শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (বুলি), সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ রাজু, দপ্তর সম্পাদক মো. শামীম হোসেন, ক্রীড়া সম্পাদক মো. কবির হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল জলিল ও তুফান ডেকোরেটর প্যালেসের স্বত্বাধিকারী তামান্না তাসলিম প্রমুখ। আলোচনা সভার পূর্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

এসময় ডেকোরেটর মালিক সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামু ও কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *