অনলাইনআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান শিমুল: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু।

সভায় সাংগঠনিক দিক তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু। তিনি সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নান, গোলাম নবী, জিএম রুহুল আমিন, আব্দুর রহমান, সুনীল কুমার মণ্ডল, বিমল কৃষ্ণ সরকার, বসু ঘোষ, আবু সাঈদ, কামরুজ্জামান ও মেহেদী হাসান শিমুল।

সভায় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান ও তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম. শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মণ্ডল ও মেহেদী হাসানসহ আরও অনেকে।

সাধারণ সভায় বিগত কমিটির প্রতিবেদন উপস্থাপন ও আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে তুলে ধরা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *