আশাশুনির কাদাকাটিতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
আশাশুনি ব্যুরো: দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে আশাশুনি উপজেলার তেতুলিয়া বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের এমন গণসংযোগকে স্থানীয়ভাবে রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
সোমবার বিকেলে কাদাকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে তেতুলিয়া বাজার কেন্দ্রে অনুষ্ঠিত এ লিফলেট বিতরণ কর্মসূচিতে জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দিন। তিনি বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের হাতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তুহিনুল্লাহ তুহিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুকু, স্থানীয় বিএনপির সিনিয়র নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা ৩১ দফার বিভিন্ন ধারার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বিএনপির ৩১ দফা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পথনির্দেশনা।
লিফলেট বিতরণের পুরো সময় তেতুলিয়া বাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণও নেতাকর্মীদের এমন গণসংযোগকে স্বাগত জানায়। অনুষ্ঠান শেষে বিএনপি নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চারিত করে সামনে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

