কালিগঞ্জসাতক্ষীরা জেলা

নিরাপদ পানি নিশ্চিতকরণে কালিগঞ্জে তরুণদের নিয়ে ‘পানির কথা’

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: স্থানীয় পর্যায়ে পানি অধিকার, সুশাসন, সংরক্ষণ ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো পানির কথা শীর্ষক বিশেষ আলোচনা সভা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় সুশীলন হলরুমে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও জনকল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু।

তিনি বলেন, পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানুষের মৌলিক অধিকার। নিরাপদ পানির প্রাপ্যতা এখন বৈশ্বিক সংকটের দিকে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো বিশ্বযুদ্ধ হয়, তা পানি নিয়েই হতে পারে। তাই এখনই আমাদের সবার দায়িত্ব নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে কাজ করা।

অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর আরও জানান, যুব সমাজ স্থানীয় সম্পদ রক্ষার নেতৃত্ব নিলে প্রতিটি অঞ্চলেই নিরাপদ পানির নিশ্চয়তা তৈরি করা সম্ভব। ‘পানির কথা’ কর্মসূচির মাধ্যমে তরুণরা স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি টেকসই পানি ব্যবস্থাপনায় নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। কর্মসূচিতে তরুণ কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নিয়ে নিরাপদ পানি সংরক্ষণ,অধিকার ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে পানি সুরক্ষা নিয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *