তালাসদরসাতক্ষীরা জেলা

তারুণ্যের উৎসব সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
এসময় তিনি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে উন্নত করতে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাঃ জিল্লুর রহমান ও মোহিনী তাবাসসুম, মুফাচ্ছিনুল ইসলাম তপু। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ২৭ জন বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *