সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপির আভিযানিক দল পৃথক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ, শাড়ি ও থ্রি-পিসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করে।
বিভিন্ন বিওপির অভিযান ও জব্দকৃত মালামালের বিবরণ- পদ্মশাখরা বিওপি: মেইন পিলার ১/২৩-এস হতে প্রায় ১০০ গজ ভেতরে সাতক্ষীরা সদর থানার হাড়দ্দাহ এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ।
ভোমরা বিওপি: মেইন পিলার ৪/৩-এস সংলগ্ন লক্ষীদাড়ি এলাকা থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার।
ঘোনা বিওপি: দাঁতভাঙ্গা এলাকা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক।
বৈকারী বিওপি: নতুনপাড়া এলাকা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ।
তলুইগাছা বিওপি: কামারবাড়ী এলাকা থেকে ৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস আটক।
কাকডাঙ্গা বিওপি: রাজ্জাকের মোড় ও কেড়াগাছি এলাকা থেকে ১,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ।
মাদরা বিওপি: আনারস বাগান ও তাতীপাড়া এলাকা থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার।
মোট জব্দকৃত মালামাল: ৭,২৫,০০০ টাকা (সাত লক্ষ পঁচিশ হাজার টাকা)
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এ ধরনের মালামাল দেশে পাচার করে, যার ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও বিপুল রাজস্ব আয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধার করা সব মালামাল সাতক্ষীরা কাস্টমস গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

