অনলাইনঅপরাধআইন আদালততালাসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় অপরাধ পর্যালোচনা সভায় মাদকবিরোধী অভিযান জোরদারে কঠোর নির্দেশনা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তি, ওয়ারেন্ট ও সমন তামিলের অগ্রগতি, ট্রাফিক আইন প্রয়োগ, আলামত ও অপমৃত্যু মামলার নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের গতিসহ সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার মনিরুল ইসলাম সভায় বলেন, জেলার আইন–শৃঙ্খলা অটুট রাখতে আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করতে হবে। তিনি নিয়মিত মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে সকল সার্কেল অফিসার ও থানার ওসিদের কঠোরভাবে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেনসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *