ইতিহাস ঐতিহ্যকালিগঞ্জবিনোদনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে জলবায়ু পরিবর্তনে নারীর ক্ষমতায়ন বিষয়ক পটগান প্রদর্শনী

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু পরিবর্তনে নারীর ক্ষমতায়ন বিষয়ক ব্যতিক্রমধর্মী পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৬ নভেম্বর বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী কালী মন্দির মাঠ চত্বরে এ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।জলবায়ু পরিবর্তন এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরতে “রূপান্তর থিয়েটার” এর পরিবেশনায় গানে গানে ও নৃত্যের মাধ্যমে পরিবেশিত হয় পটগান।

উপভোগ্য এই আয়োজনে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।অনুষ্ঠানে বেড়াখালি কালী মন্দির কমিটির সদস্য রনজিৎ সরকারের সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ আলী শাহাজী পটগানের উদ্বোধন করেন। এ সময়ে প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র রায়,রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া, উপজেলা রূপান্তরের সভাপতি রফিকুল ইসলাম,মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন, রুহুল আমিন মুকুল,রাশিদুল ইসলাম, ছন্দা গাইন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৫০০ জন মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাধারণ মানুষকে সচেতন করার জন্য লোকজ সংস্কৃতির মাধ্যমে বার্তা পৌঁছানো অত্যন্ত কার্যকর।পটগান‌ হয়তারই অংশ হিসেবে পরিবেশ ও সমাজ উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *