অনলাইনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে সুশীলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তাপস কুমার ঘোষ: উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন ধারণাকে এগিয়ে নিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সুশীলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকায়ন নিশ্চিত করি, টেকসই উন্নয়নে অবদান রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং পরিবেশ সচেতন মানুষজন। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের বরণ করতে শাপলা ফুল প্রদান, মোমবাতি প্রজ্বালন এবং ফুল ছিটিয়ে টাইগার পয়েন্টের হলরুমে উৎসবের আবহ সৃষ্টি করা হয়। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু,সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান,কোষাধ্যক্ষ এ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম,নকশি কাঁথার পরিচালক চন্ডিকা ব্যানার্জি,দেশ টিভির প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন,উপ-পরিচালক মনিরুজ্জামান,চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, সুশীলনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিক্ষিকা কণিকা রাণী সরকার,সদস্য সেলিনা সাঈদ এবং টাইগার পয়েন্টের পরিচালক আব্দুল হামিদসহ অনেকে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলীয় মানুষের জীবন যাত্রাকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদী ভাঙন সহ নানা দুর্যোগে স্থায়ী জীবিকায়ন হুমকির মুখে। এ পরিস্থিতিতে সুশীলনের মতো সমাজকেন্দ্রিক সংগঠন গুলো শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বাস্তবভিত্তিক সহায়তা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানুষের আর্থ সামাজিক অবস্থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগ, জলবায়ু সহনশীল কৃষি, নারী নেতৃত্ব, যুব উন্নয়ন, সামাজিক দায়িত্বশীলতা ও উপকূলীয় অঞ্চল রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আরও বলেন, উপকূলকে বাঁচাতে চাই জনগণ, সরকার ও এনজিও খাতের সম্মিলিত উদ্যোগ। সুশীলনের দীর্ঘ ৩৪ বছরের পথচলা এই লক্ষ্যকে সামনে রেখে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুশীলনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিশু সুরক্ষা, দুর্যোগ প্রস্তুতি ও জীবিকায়ন উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। ভবিষ্যতেও জলবায়ু সহনশীল জীবিকায়ন নিশ্চিত করে টেকসই উন্নয়নে আরও বড় অবদান রাখতে চায় সুশীলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *