অপরাধকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা, ভোমরা, মাদরা ও সুলতানপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও চাদরসহ বিভিন্ন পণ্য আটক করে।

অভিযানে উদ্ধার করা পণ্যসমূহ- পদ্মশাখরা বিওপি: মেইন পিলার ১/২০ এস থেকে ২০০ গজ ভেতরে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দা এলাকায় অভিযান চালিয়ে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ। ভোমরা বিওপি: সীমান্ত পিলার ৪/৩ এস থেকে ২০০ গজ ভিতরে দক্ষীদাড়ী এলাকা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় চাদর। মাদরা বিওপি: মেইন পিলার ১৩/৩ এস এর ৮, ৯ এবং ১০ আরবি পিলারের নিকটবর্তী ভাদিয়ালী, আনারস বাগান ও আমবাগান এলাকা থেকে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ। সুলতানপুর বিওপি: মেইন পিলার ১৬/৮ এস হতে ৩০০ গজ অভ্যন্তরে আমবাগান এলাকা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ। অভিযানগুলোতে সর্বমোট ৩,৮৫,০০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবির মতে, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছিল। এতে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত, অন্যদিকে সরকারও বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল উদ্ধারকৃত সমস্ত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম সম্পন্ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *