সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: স্থানীয় জনপরিসেবায় বেসরকারি খাতের অংশীদারিত্ব: সাতক্ষীরায় পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোফরইমপ্যাক্ট কর্মসূচির সহযোগিতায় এবং রূপান্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের লেকভিউ রিসোর্টের যমুনা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি উপস্থিত
ছিলেন সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী,পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম. এম. নূর আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন নারী উদ্যোক্তা, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ী, পানি ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, ঋণ অফিসার, আর.ও. প্লান্ট মালিকসহ WE-WE গ্রুপের প্রতিনিধিরা।

উক্ত কর্মশালায় মোঃ সাইদুজ্জামান পুলক, প্রাইভেট সেক্টর এংগেজমেন্ট স্পেশালিস্ট, এবং সাব্বির রহমান খান, কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট, গোফরইমপ্যাক্ট প্রকল্প। তাঁরা স্থানীয় জনপরিসেবায় বেসরকারি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং যৌথ উদ্যোগের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধান ছিলেন সবুজ কুমার সাহা, কো-অর্ডিনেটর, মিউনিসিপ্যালিটি লিয়াজোঁ, রূপান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *