পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিক রোগীর পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিনা মূল্যে ডায়াবেটিক রোগীর পরীক্ষা ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ শেখ মাহমুদুল হাসান (মুক্তা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা ডায়াবেটিক হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও ডায়াবেটিক কনসালটেন্ট ডাঃ আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জোসনা দত্ত, জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ডিআরআরএ এর ডেপুটি ম্যানেজার আনজির হোসেন, প্রভাষক ডাঃ হাফিজুর রহমান প্রমুখ।
ক্যাম্পে রোগী দেখেন ডাঃ শাহানারা আক্তার নাজমা, ও ডাঃ আমিনুর রহমান রিংকু।
আলোচনা সভা শেষে ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে ১ শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি আকবর আলী। এ সময় বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে ব্যায়াম করার কোনো বিকল্প নেই। ডায়াবেটিস প্রতিরোধে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন শারীরিক ব্যায়াম করতে হবে

