অনলাইনতালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

তারে‌ক জিয়া পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: তারে‌ক জিয়া পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক ইব্রাহীম রাজু স্বাক্ষরিত অনুমোদনপত্রে মঙ্গলবার (১৩ নভেম্বর) নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আরিফুল ইসলাম রিপন-কে সভাপতি এবং জাকির হোসেন মনজু-কে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন হাফিজুর রহমান, মারিয়া সুলতানা, আব্দুর রহিম।

সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম (আলতাফ)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আশরাফুল আলম, হাফিজুর রহমান চান্দু, রত্না পারভীন, মহানাৎ বিশ্বাস।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন আলম শামস, আর সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, আল মামুন মিলন। দপ্তর সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল, অর্থ সম্পাদক আসলাম খান ও প্রচার সম্পাদক উজ্জ্বল মিশ্র দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সাহিত্য, শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া, সাংস্কৃতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী, স্বাস্থ্য, আইন, ধর্ম এবং উপজেলা বিষয়ক সম্পাদকসহ ২৮টি বিভিন্ন বিভাগে ব্যক্তিকে দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য ৪৩ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে মোট সদস্য সংখ্যা ৭১।

তারে‌ক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে কাজ করবে।

উল্লেখ্য, কমিটির অনুমোদনপত্রে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরসহ আনুষ্ঠানিক সিদ্ধান্তের তারিখ উল্লেখ রয়েছে ১৩ নভেম্বর ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *