তালায় সাবেক এমপি হাবিবের পক্ষে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লিফলেট বিতরণ
বিশেষ প্রতিনিধি, তালা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা বাজারে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস. কে. ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, যুবদল নেতা শাহীন, মাস্টার নাসির উদ্দিন, প্রভাষক এম. মোস্তাক আহমেদ, জাহাঙ্গীর হোসেন, রেজা, মোস্তাফিজুর রহমান মোখলেছ ও হাফিজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃবৃন্দ ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হলে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

