সাতক্ষীরা বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় ঔষধ, আগরবাতি ও তালাচাবিসহ মোট ১০,০৪,০০০ টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
এর মধ্যে,ভোমরা বিওপির টহল দল মেইন পিলার ২/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ঘোষপাড়া এলাকা থেকে ১,০৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭/৪১-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপালিপাড়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির তিনটি পৃথক বিশেষ টহল দল মেইন পিলার ১৩/৩-এস এর ৫, ৬ ও ৭ নম্বর আরবি হতে ৩০০–৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার রাজ্জাকের মোড়, গেরাখালি ও কেড়াগাছি এলাকা থেকে ৫,৪৯,০০০ টাকার ভারতীয় ঔষধ, আগরবাতি ও তালাচাবি আটক করে।
এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার গোবিন্দকাঠি এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সকল ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক। চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

