অপরাধআইন আদালতইতিহাস ঐতিহ্যসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক মঙ্গলবার গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ করার অভিযোগে সাতক্ষীরায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহীদ আসিফ চত্বরে তারা এই সমাবেশ করে। সমাবেশ থেকে তারা সিসিটিভি’র ফুটেজ জনসমক্ষে প্রকাশ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার কাটিয়াস্থ শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরপরই পুলিশ ঘটনাস্থলে যেয়ে তদন্তে নামে। পরে জেলা পরিষদের বসানো সিসিটিভির ফুটেজ নিজেদের আয়ত্বে নেয় তারা। এছাড়া ১ জন উপ-পরিদর্শকের নেতৃত্বে ৫ জন পুলিশ সার্বক্ষণিক পাহারায় বসানো হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে মঙ্গলবার রাত ১টার দিকে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু অগ্নিসংযোগের নমুনা পাওয়া যায়নি।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থলের ১৫/২০ হাত দুরে জেলা পরিষদের সিসি ক্যামেরা ও হ্যালোজেন লাইট স্থাপন করা রয়েছে। বিষয়টি সার্বিকভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।’’ তবে গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *