সাতক্ষীরা সীমান্তে জাল টাকার প্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা
গাজী হাবিব: সীমান্ত পথে জাল টাকার প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতামূলক কার্যক্রম হাতে নিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র ভারতীয় সীমান্ত হয়ে বাংলাদেশে জাল টাকা প্রবেশের চেষ্টা করছে- এমন তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জাল টাকার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব প্রতিরোধে সীমান্ত এলাকায় কঠোর পদক্ষেপ নিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে ভোমরা স্থলবন্দর ও পার্শ্ববর্তী সীমান্ত পয়েন্টগুলোতে বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি’র সার্বিক নির্দেশনায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন করতে মতবিনিময় সভা, আনসার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং তথ্য সংগ্রহ কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাল টাকা, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি কোনো ধরনের শিথিলতা দেখাবে না।
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত জুড়ে বর্তমানে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার থাকায় সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

