কালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালীগঞ্জের বিষ্ণুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা

তাপস কুমার ঘোষ, কালীগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ) বিকালে চৌমুহনী ঈদগাহ মাঠে বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার।

তিনি বলেন, দাঁড়িপাল্লা জনগণের ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক। আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। জনগণের বিশ্বাস ও ভোটে আমরা ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব।

তিনি আরও বলেন, এই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা অংশ নিচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল গফফার, উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদার এবং বিষ্ণুপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *