সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ,অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, লাইনেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণ,দ্বিধাবিভক্ত প্রেসক্লাব ইস্যুতে আলোচনার উদ্যোগ গ্রহণ,সরকারি খাস জমিতে অবৈধ দখলদারদের উচ্ছ্বেদ, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস,সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, ,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাব্লু,জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন,বদলীজনিত কারণে তাকে সাতক্ষীরা জেলা ছেড়ে যেতে হচ্ছে। কিন্তু সাতক্ষীরা তাঁর দ্বিতীয় জেলা।
সাতক্ষীরার মানুষ খুবই সাদামনের উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এখানকার রাজনীতিবিদ,সাংবাদিকসহ সুধীমহলের সহযোগীতা পেয়েছে জেলা প্রশাসন। তিনি সাতক্ষীরার উন্নয়নে তাঁর জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করবেন।আগামীতে তাঁর লেখায় সাতক্ষীরার মাটি ও মানুষের প্রাধান্য থাকবে। এছাড়া তাঁর অসমাপ্ত কাজগুলো চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় সম্মেলন কক্ষে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক রাজনীতিবিদ,সাংবাদিক ও সুধীজনের সাথে ছবি তোলেন।

