সাতক্ষীরার সূর্যসন্তান ইয়াছিন আরাফাত বাপ্পী আর নেই
মেহেদী হাসান শিমুল: দীর্ঘ ২৫ বছর ধরে দেশমাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ইয়াছিন আরাফাত বাপ্পী (৪৫) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
ইয়াছিন আরাফাত বাপ্পী সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের মৃত জামাল সরদারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার এবং গ্রামের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর এই সদস্য গত ২৫ অক্টোবর তারিখে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাঁকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন অপারেশন করার পর দীর্ঘদিন তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল ৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৮ বছরের শিশুকন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রবিবার সকালে ঢাকা সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে আসা হয়। তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানোসহ মাগরিবের নামাজের পর তার নিজ গ্রাম শাল্যেতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন পদমর্যদার সেনাসদস্য উপস্থিত ছিলেন।

