সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বিএনপি প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী অফিস উদ্বোধন
মেহেদী হাসান শিমুল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা স. এম. শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের নেতা খুরশিদ আলম।
প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, সাতক্ষীরা-২ সাতক্ষীরা সদর–দেবহাটা আসনের আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন এবং জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল।তাকদীর আহসান রুবেল, আবুল হাসান প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি নির্বাচনমুখী আন্দোলনে বিশ্বাসী। আমি জনগণের পাশে ছিলাম, আছি, থাকব।
নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভাকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে ব্রহ্মরাজপুর ইউনিয়নে নির্বাচনী উৎসবের আবহ বিরাজ করে।

