কালিগঞ্জ সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব’র যোগদান
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ রাজিব। রবিবার (৯ নভেম্বর) বিকালে তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৮ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে (শিক্ষানবিশ) বেসিক ট্রেনিং সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ০৯ এপিবিএন চট্টগ্রাম, পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকা এবং এস.এস.এফ প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা কুড়িয়েছেন। কালিগঞ্জ সার্কেলে যোগদানের মাধ্যমে তিনি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও সেবাই পুলিশের অঙ্গীকার। কালিগঞ্জ সার্কেলে নবাগত কর্মকর্তার অভিজ্ঞতা ও আন্তরিকতা পুলিশের সেবার মান আরও বাড়াবে।

