কালিগঞ্জে বাড়ীতে ঢুকে ছিনতাই করতে গিয়ে যুবককে কুপিয়ে জখম
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামে এক যুবকের বাড়িতে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ডাকচিৎকার দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ভুক্তভোগী যুবক হলেন রহিমপুর গ্রামের ইমরান হোসেন (২৩), পিতা মো. আবু বকর সিদ্দীক। তিনি এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে খাবার খেয়ে পরিবারসহ ঘুমিয়ে পড়েন ইমরান হোসেন। পরদিন রাত আড়াইটার দিকে (২টা ৩০ মিনিট) হঠাৎ ঘরে শব্দ পেয়ে জেগে ওঠেন তিনি। ঘরের বাতি জ্বালিয়ে দেখেন, স্থানীয় রাজু (৩৫), পিতা আবুল হোসেন, সাং পাইকাড়া, নলতা ইউনিয়ন, ঘরে ঢুকে সোকেচের ড্রয়ার থেকে টাকা-পয়সা ও মালামাল ব্যাগে ভরছে।
ইমরান চিৎকার করে রাজুকে ধরতে গেলে, রাজু হাতে থাকা ধারালো চাকু দিয়ে তার ডান চোয়ালে কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে অভিযুক্ত রাজু ব্যাগসহ পালিয়ে যায়।
ইমরানের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান, ঘরে থাকা নগদ ২৬ হাজার ৫০০ টাকা, একটি ভিভো মোবাইল (মূল্য আনুমানিক ৪২ হাজার টাকা) এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল (মূল্য আনুমানিক ১৭ হাজার টাকা)সহ মোট প্রায় ৮৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইমরান হোসেনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ইমরানের পিতা আবু বকর সিদ্দীক বাদী হয়ে গত ৮ নভেম্বর কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত রাজু দীর্ঘদিন ধরে এলাকায় দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবে অভিযুক্ত রাজু আহমেদ সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

