কালিগঞ্জে আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির পর্যবেক্ষণ ও মতবিনিয়ে সভা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির পর্যবেক্ষণ ও মতবিনিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জে নদী পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমারদার বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণের মশাল পত্রিকার প্রকাশক ও আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সম্পাদক আশেক ই এলাহী, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা নদী রক্ষা কমিটির সদস্য ও সমম টিভি’র জেলা প্রতিনিধি মোমতাজ উদ্দিন বাপ্পী, নিত্যানন্দ সরকার, জেলা নাগরিক কমিটির সদস্য শেখ হাসান গফুর, দৈনিক নববেদনা’র ঢাকা প্রতিনিধি ইকরামুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সম্পাদক এডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, আহমদ উল্লাহ বাচ্চু ফজলুল করিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আদি যমুনা নদী শুধু একটি জলপ্রবাহ নয় এটি কালিগঞ্জের জীবন, সংস্কৃতি ও কৃষির অবিচ্ছেদ্য অংশ। নদী মরে গেলে কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। তাই নদী পুনরুদ্ধারে সরকারের কার্যকর উদ্যোগ ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, আদি যমুনা নদীর প্রবাহ একসময় কালিগঞ্জ অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ছিল। বর্তমানে নদীটি দখল, ভরাট ও দূষণের কারণে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। তাঁরা নদী খনন, অবৈধ দখলমুক্তকরণ এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, খুব শিগগিরই একটি নদী পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি” গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে,বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন নদী বাঁচাও, জীবন বাঁচাও, আদি যমুনা আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব।

