সদরসাতক্ষীরা জেলা

এডাব’র সাতক্ষীরা জেলা কমিটি গঠন: সভাপতি আনিছুর, সম্পাদক শামসুজোহা

স্টাফ রিপোর্টার: এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর সাতক্ষীরা জেলা শাখার তিন বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে পল্লী চেতনা, ব্যাংদহ জোড়দিয়ার পরিচালক মোঃ আনিছুর রহমান সভাপতি এবং পুরাতন সাতক্ষীরার বেসরকারি সংস্থা উষার নির্বাহী পরিচালক মোঃ শামসুজোহা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ০৮ নভেম্বর সকাল ১১টায় তালা উপজেলার উত্তরণ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২০২৫-এ এই কমিটি গঠন করা হয়। সভার সভাপতিত্ব করেন মাধব চন্দ্র দত্ত।

সভায় বিগত বছরের কার্যবিবরণী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব মোঃ আনিছুর রহমান, পরিচালক, পল্লী চেতনা। পাশাপাশি আগামী এক বছরের কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, পরিচালক, উত্তরণ, তালা, সাতক্ষীরা ও সাবেক এডাব কেন্দ্রীয় সদস্য। তিনি এডাবের বিগত কার্যক্রম, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউসার আলম মুন্সি, কর্মসূচি পরিচালক, এডাব সচিবালয়, ঢাকা। তিনি বলেন, “এডাব সবসময় উন্নয়ন সংগঠনগুলোর সহযোগিতায় কাজ করছে। মাঠপর্যায়ের সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও দায়বদ্ধতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সভায় দ্বিতীয় পর্বে সভাপতি পূর্ববর্তী কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫-২০২৮): সভাপতি: মোঃ আনিছুর রহমান, পরিচালক, পল্লী চেতনা, জোড়দিয়া, ব্যাংদহ, সাতক্ষীরা
সাধারণ সম্পাদক: মোঃ শামসুজোহা, নির্বাহী পরিচালক, উষা, সাতক্ষীরা
সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম, পরিচালক, আইডিয়াল
সদস্য: আশরাফুন নাহার, উইমেন জব ক্রিয়েশন সেন্টার, জাতপুর, তালা, সাতক্ষীরা
সদস্য: মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক, রুপালী, তালা, সাতক্ষীরা
সদস্য: অচিন্ত্য সাহা, নির্বাহী পরিচালক, ভূমিজ ফাউন্ডেশন, তালা, সাতক্ষীরা
সদস্য: মিসেস পারভীন আক্তার, নির্বাহী পরিচালক, ভূমিষ্ঠ, শহিদ সিরাজ সরণি, কাঠিয়া, সাতক্ষীরা

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনিছুর রহমান, পরিচালক, পল্লী চেতনা এবং মোঃ রেজাউল করিম, বিভাগীয় সমন্বয়কারী, খুলনা, এডাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *