সাতক্ষীরায় ১০০ বোতল ভারতীয় মদসহ প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় মদসহ প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, গাজিপুর, বৈকারী, কালিয়নী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় মদ, ঔষধ, নারকেল তেল, পাতা বিড়ি, গৌরি মলম, শার্ট ও শাড়িসহ বিভিন্ন ধরনের পণ্য আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভোমরা বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার–৪ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, গাজিপুর বিওপির দল নতুনপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, বৈকারী বিওপির দল শ্মশানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, আর বাঁকাল চেকপোস্টের দল ৭০ হাজার ৬০০ টাকার ভারতীয় পাতা বিড়ি, নারকেল তেল, গৌরি মলম ও শার্ট জব্দ করে।
চান্দুরিয়া বিওপির দল গোয়ালপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, মাদরা বিওপির তিনটি দল ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ২ লাখ ৪৫ হাজার টাকার শাড়ি ও ঔষধ, এবং কাকডাঙ্গা বিওপির দল গেরাখালি এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকার ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
তলুইগাছা বিওপির দুইটি দল চারাবাড়ি বাঁশবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কালিয়নী বিওপির দল একই এলাকার নামানুসারে ৭০ হাজার টাকার ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল হঠাৎগঞ্জ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, এবং হিজলদী বিওপির দল শিশুতলা আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
সব মিলিয়ে বিজিবি মোট ১২ লাখ ৭০ হাজার ৬০০ টাকার চোরাচালানী মালামাল উদ্ধার করেছে।
বিজিবির কর্মকর্তারা জানান, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছে। এতে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
আটক করা মালামাল শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

