কলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল, ভারতীয় মদ ও ১২ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল, ৪০ বোতল ভারতীয় মদসহ প্রায় বারো লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, ঘোনা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক তিনটি আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন লক্ষীদাড়ি এলাকা থেকে ২ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। ঘোনা বিওপির টহল দল সদর থানাধীন নতুনপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির দল শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির চারটি বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর নিকটবর্তী কলারোয়া থানাধীন গেরাখালি ও ভাদিয়ালী এলাকা থেকে ৫ লাখ ১২ হাজার ৯০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি এবং ৪০ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়া মাদরা বিওপির দুটি দল কলারোয়া উপজেলার ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ, হিজলদী বিওপির দল শিশুতলা আমবাগান এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিল (মূল্য ৮ হাজার টাকা) এবং সুলতানপুর বিওপির দল বরই বাগান এলাকা থেকে ৫৬ হাজার ৬০০ টাকার ভারতীয় চশমা ও ঔষধ জব্দ করে।

বিজিবির হিসাবে, অভিযানে মোট ১২ লাখ ১৪ হাজার ৫০০ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করে আসছে। এসব অবৈধ চোরাচালানের কারণে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

আটককৃত মালামাল শিগগিরই সাতক্ষীরা কাস্টমস গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *