রূপসায় দুর্বৃত্তের গুলিতে সৌদি প্রবাসী যুবক নিহত
নাজমুল আলম মুন্না: খুলনার রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে সৌদি প্রবাসী সোহেল হাওলাদার (৪৫) নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯.৩০ মিনিটের দিকে মানিক সরদারের বালুর মাঠ এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চোখে ও বুকে একাধিক গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপসা থানা পুলিশ জানায়, হত্যার ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। নিহত সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

