ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- কাজী মো. আলাউদ্দীন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মো. আলাউদ্দীন।
তিনি বলেন, ধানেরশীষ শুধু একটি প্রতীক নয়, এটি এই জনপদের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই ভেদাভেদ ও প্রোপাগান্ডা ভুলে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ বিজয়ী হলে বেগম জিয়া বিজয়ী হবেন, বিজয়ী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমতলা মোড়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ‘ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। পরিচালনা করেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসানুর রহমান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী, সাবেক তথ্য সম্পাদক সাংবাদিক এম. হাফিজুর রহমান শিমুল, দক্ষিণ শ্রীপুর বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাপুঁইসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান ও জাতীয় সংহতির এক অনন্য দৃষ্টান্ত। এই দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

