অনলাইনইতিহাস ঐতিহ্যকলারোয়াজাতীয়তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গাজী হাবিব: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট এলাকার পুরাতন মাইক্রোবাস স্ট্যান্ড থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাট মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, বিপ্লব মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, দেশের সার্বভৌমত্বের রক্ষক ও গণতন্ত্র পুনরুদ্ধারের নায়ক। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তিনি প্রশাসন, কৃষি, শিক্ষা, অবকাঠামো ও বৈদেশিক সম্পর্ক- সবখানেই বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। আজকের বাংলাদেশে যে উন্নয়নের ভিত্তি আমরা দেখি, সেটি শহীদ জিয়ার হাতেই গড়া।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে, তার সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে নামতে হবে। সাতক্ষীরার চারটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এটাই হবে শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা।

তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভেদাভেদ ভুলে, ব্যক্তিগত মতপার্থক্য দূরে সরিয়ে, সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামে, তাহলে বিজয় আমাদের অবশ্যম্ভাবী। জনগণ এখন পরিবর্তন চায়, আর বিএনপিই পারে সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ (সদর-দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। তিনি বলেন, আমরা জনাব তারেক রহমানের দেখানো পথেই হাঁটছি। মানুষের মুক্তির আন্দোলনে জনগণের পাশে আছি এবং থাকবো। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয় হবে। মানুষ এখন দলে দলে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে। তাই আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

র‌্যালি ও সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *