কালিগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশের লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কালিগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা সদর ব্যতীত সাতক্ষীরার অন্যান্য ছয়টি উপজেলার মোট আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় তিন হাজার একশ’ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি বলেন,আমরা চাই শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই আমাদের মূল লক্ষ্য।
পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। তারা আশা প্রকাশ করেন, প্রতিবছর এই উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন— কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই কার্যক্রম সাতক্ষীরার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন দেখতে চান তারা।

