সাতক্ষীরায় গত ১ সপ্তাহে ফেনসিডিল, মদ ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ
স্টাফ রিপোর্টার: গত এক সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৩১ অক্টোবর থেকে ০৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কুশখালী, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবি সদস্যরা ৩০ বোতল ভারতীয় মদ, ১০ কেজি গাঁজা ও ১৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা চলাকালীন সময়ে আটক করা হয়। পরে এসব মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

