র্যাবের অভিযানে ২৯৮ বোতল উইনকেরিক্সসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: কলারোয়া উপজেলার গয়ড়া এলাকায় অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিলসদৃশ উইনকেরিক্স সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এ আটক করে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কলারোয়া থানার গয়ড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত ৩টা ৫০ মিনিটের দিকে র্যাবের একটি অভিযানিক দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নয়ন মিস্ত্রি (২২), সাকিব গাজী (২৪), রাজু আহমেদ গাজী (২৬)। এ তিনজনের বাড়ি কলারোয়ার গয়ড়া ঋষিপাড়া ও বিক্রমপুর গ্রামে।
র্যাব জানায়, তাদের স্বীকারোক্তির ভিত্তিতে স্থানীয় এক বাড়ির ঘরের খাটের নিচে প্লাস্টিকের ড্রামে রাখা ১৯৮ বোতল এবং আরেকটি বাড়ির টিনশেড ঘরের মাছের ফিড রাখার গুদাম থেকে ১০০ বোতল ফেনসিডিল সদৃশ (উইনকেরিক্স) উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১ লাখ ১২ হাজার ৯০০ টাকাও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করে এবং গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

