শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

কুলপোতা প্রাইমারী স্কুলে শিক্ষার মানোন্নয়নে অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘সনাক-টিআইবি’র সহযোগিতায় অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসি‌জি) এ সভার আয়োজন করে।

সভায় অর্ধ শতাধিক অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, জেন্ডারবান্ধব ওয়াশব্লকের পুনঃচালু, সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি, অভিভাবক-শিক্ষক সম্পর্ক জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মত প্রকাশ করেন।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা উন্নয়নে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। সভায় এসব সমস্যা ও প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তুলে ধরে অ্যাডভোকেসি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলি। স্বাগত বক্তব্য রাখেন এসিজি সমন্বয়ক নিতাই চন্দ্র সরকার। জেন্ডারবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আল-আমিন, এসি-সিই, টিআইবি।

এছাড়া সহকারী শিক্ষক দেবব্রত সরকার, ভারতী মণ্ডলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনসাধারণ, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত সবাই বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *