সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন
ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে গরীবের ডাক্তার খ্যাত সমাজসেবক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা. মোঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার খান বাহাদুর আহছানউল্লাহ সেতু (কাকশিয়ালী ব্রিজের উপর) এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গরীবের ডাক্তারকে মনোনয়ন চাই এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
বিএনপির প্রিয় নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন থেকে বঞ্চিত করার প্রতিবাদে এবং পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই মানববন্ধনে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান। পরিচালনা করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। মানববন্ধনে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ জাকির, শ্রমিক দলের নেতা সেলিম হোসেন প্রমুখ।বক্তারা বলেন, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রতীকে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ ক্ষুব্ধ। যতদিন পর্যন্ত গরীবের ডাক্তারকে মনোনয়ন দেওয়া না হবে, আন্দোলন অব্যাহত থাকবে।মানববন্ধনে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন দলীয় মনোনয়ন পেয়েছেন।

