সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ সাড়ে ৫ লাখ টাকার পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে আবারও সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (০৫ নভেম্বর ২০২৫) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ৬০ বোতল ফেনসিডিল, ৩০ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও সবজির বীজ জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির টহলদল সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
তলুইগাছা বিওপির দল চারাবাড়ি বাশবাগান এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির তিনটি দল ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, মাদরা বিওপির দুইটি দল ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, এবং হিজলদী বিওপি শিশুতলা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
অন্যদিকে, চান্দুরিয়া বিওপির দল কলারোয়া থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে ৯৪ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি, এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল গোবিন্দকাঠী এলাকা থেকে আরও ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
সবমিলিয়ে বিজিবি মোট ৫ লাখ ৫৪ হাজার টাকার বিভিন্ন ভারতীয় চোরাচালানী পণ্য, ৬০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম আরিফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসা রোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
জব্দকৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

