কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে নবীনগর নূরানী মাদ্রাসায় বাৎসরিক সদস্য সম্মেলন ও পাগড়ি প্রদান

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নবীন নগর ফালাহে দারাঈন তাহফীজুল কুরআন ও নূরানী মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো বাৎসরিক সদস্য সম্মেলন ও দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) অনুষ্ঠান।

বুধবার (৫ নভেম্বর) সারা দিনব্যাপী নবীন নগর নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুক্তি রাকিব হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেম অত্যাধিক রাহবা, সুলতানুল উলামা, শাইখুল হাদীস, জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরি (ফটিকছড়ি, চট্টগ্রাম)-এর মহাপরিচালক শাহ সালাউদ্দিন মনিপুরী। প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:মৌতলা রওজাতুল জান্নাত জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আমিনুর রহমান। দ্বিতীয় বক্তা ছিলেন:চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর রেল স্টেশন মাদ্রাসার মহাপরিচালক আনারুল করিম যশোরি কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে ৬ জন কোরআনের হাফেজকে দস্তারে ফজিলত (পাগড়ি) প্রদান করা হয়। এসময় বক্তারা হিফজুল কুরআনের মর্যাদা, শিক্ষার গুরুত্ব এবং ইসলামী আদর্শে জীবন গঠনের আহ্বান জানান।

আলোচনার পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *