বাগআঁচড়ায় বিএনপি’র প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ হাসানূল কবীর, শার্শা: বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (৪ নভেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিল পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ খায়রুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৫/১ শার্শা আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
এসময় তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় করেন। আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল কর্মীদের ঐক্য জোরদার করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সহ-সভাপতি রুহুল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা এবং আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আলী বাবর বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, কায়বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার ও সহ-সভাপতি সরোয়ার হোসেন মোল্লাসহ বিএনপি এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান স্মরণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

