অপরাধআইন আদালতকালিগঞ্জতালাসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে গৃহিণীর উপর হামলা, শ্লীলতাহানি ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহিণীর উপর নৃশংসভাবে হামলা, শ্লীলতাহানি, ভাঙচুর ও চুরির অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোমেনা খাতুনের পক্ষে তার পুত্র মোহাম্মদ মহিউদ্দিন মোড়ল লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে একই এলাকার শেখ মতিয়ার রহমান ও তার পরিবারের জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জেরে গত ২৩ অক্টোবর সকাল ১১টায় শেখ মতিয়ার রহমানের নেতৃত্বে তার ছেলে মাসুদুর রহমান, মাহমুদুর রহমান, কর্মচারী শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ভাটার সরদার ফারুক হোসেনসহ ৮ থেকে ১০জন অজ্ঞাত সশস্ত্র লোক দলবদ্ধভাবে আমাদের বসতবাড়ির সংলগ্নে হামলা চালায়। তারা ধারালো দা, কুড়াল ও শাবল দিয়ে ঘেরাবেড়া ও বিভিন্ন ফলজ গাছপালা কেটে ফেলে এবং ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

”তিনি আরও অভিযোগ করে বলেন আমরা বাঁধা দিতে গেলে হামলাকারীরা আমাকে ও আমার তিন মেয়ে মাছুরা খাতুন (৩০), মাফুজা খাতুন (২২) এবং আফরোজা খাতুন (৩৫) কে বেধড়ক মারপিট করে। তারা গলা চেপে ধরে আমাকে হত্যার চেষ্টা করে এবং আমার মেয়েদের পোশাক টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। এরপর তারা মেয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ও ঘরে ঢুকে নগদ অর্থ, দলিলপত্র ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মোছাঃ মোমেনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের পরিবার এখন ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে।

হামলাকারীরা এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক শফিকুল ইসলাম, মোঃ আব্দুল করিম, আরিফুল হোসেনসহ এলাকাবাসীর অনেকে। তারা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *