সদরসাতক্ষীরা জেলা

ভোমরা স্থলবন্দরে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর উদ্যোগে ভোমরা স্থল বন্দরে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা স্থল বন্দরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বিজিবির আয়োজনে এ মহড়ায় অংশ নেয় কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্থল বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যরা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকে সামনে রেখে সাতক্ষীরা বিজিবির উদ্যোগে স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে এই মহড়ার আয়োজন করা হয়। বিজিবির প্রশিক্ষিত সদস্যরা বন্দরে কর্মরত কর্মকর্তাদের অগ্নি নির্বাপনের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেন।

অগ্নি নির্বাপন মহড়ায় অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ডের সময় দ্রুত প্রতিক্রিয়া, অগ্নি নির্বাপনী সরঞ্জাম ব্যবহারের নিয়ম ও কার্যকর দমনের কৌশল সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ার মাধ্যমে স্থল বন্দরে কর্মরত সদস্যরা আগুন লাগলে প্রাথমিক পর্যায়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে সক্ষম হবেন, ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *