যশোররাজনীতিশার্শা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি’র বক্তব্য বাদ দেওয়া হয়েছে- মফিকুল হাসান তৃপ্তি

হাসানূল কবীর, শার্শা: জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপি’র দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

রবিবার (২ নভেম্বর) বিকালে শার্শা উপজেলার বাগআঁচড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপি’র ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রকাশ্য প্রতারণা। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ড. ইউনূস জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন- সংস্কার সম্পন্ন করেই নির্বাচন দেবেন। কিন্তু যদি সেই প্রতিশ্রুতির ব্যতয় ঘটে, তার দায়ভার বহন করতে হবে ইউনূস সরকারকেই।”

তিনি আরও বলেন, পিআর নিয়ে জামায়াত যে বাহানা করছে, এই দেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। এখন সময় এসেছে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধারের।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলি বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

একই দিনে আসন্ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ শার্শা উপজেলার অংশগ্রহণ নিশ্চিতকরণ ও প্রস্তুতি নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম এবং আয়োজন করে শার্শা উপজেলা প্রশাসন।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। শার্শা উপজেলার দল যেন জেলা পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে, সেই লক্ষ্যে আমি সর্বোচ্চ সহযোগীতা করতে চাই। খেলাধুলার মাধ্যমে শার্শার ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক, এই কামনা করি।”

বাগআঁচড়া বাজারে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

উক্ত সভায় উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *