অনলাইনঅপরাধআইন আদালতশ্যামনগরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

শ্যামনগরে প্যাথলজী গুলোতে অভিযান,২ টিতে জরিমানা, ১ টি বন্ধ!

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: শ্যামনগর সদরে প্যাথলজী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টিতে জরিমানা, ১ টি বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল ৪ টার দিকে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন এর পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে বিধি ভঙ্গের দায়ে পরিচালিত শ্যামনগর প্যাথলজি ৩ হাজার ও ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া লাইসেন্স না থাকা/ লাইসেন্স নবায়ন না করায় এবং অন্যান্য কাগজপত্র না থাকায় মেডিকেল সাইন্স ল্যাব কে তালা বদ্ধ করা হয়।
এ ছাড়াও তট প্যাথলজি, বিসমিল্লাহ প্যাথলজি, মডেল প্যাথলজিও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে মানবসেবা ল্যাব প্যাথলজি (কফি হাউজের উপরে), আল মদিনা প্যাথলজি কৌশলে মালিক পক্ষ তালা বদ্ধ করে পলায়ন করে। সেখানে অভিযান করতে গিয়ে তালা বদ্ধ দেখা যায়।

অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জিয়াউর রহমান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম ও শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *