হলুদ সাংবাদিকতা বন্ধের দাবিতে নলতায় মানববন্ধ
ভ্রাম্যমান প্রতিনিধি: ‘হলুদ সাংবাদিকতা বন্ধ হোক’- এই দাবিকে সামনে রেখে কালিগঞ্জে নলতা হাসপাতালের সামনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকাল ৫ টায় ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মো: শারাফাত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. মুনতাবির তারিক এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অনিক আহছান এবং ফখরুল আলম।
উপস্থিত বক্তারা বলেন, হলুদ সাংবাদিকতা সমাজে বিভ্রান্তি ছড়ায়, সত্যকে আড়াল করে এবং ভুক্তভোগীদের কণ্ঠ রুদ্ধ করে।
তারা দাবি করেন, সাংবাদিকতার নৈতিকতা রক্ষা করতে হলে অপসাংবাদিকতা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী পরিবারগুলো জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর প্রতিবেদন তাদের সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান, যেন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। ছবিতে দেখা যায়, ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন মানব বন্ধনকারীরা, যারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরছেন। ব্যানারে লেখা ছিল- সত্যের জয় হলুদের পরাজয়’ এবং অপসাংবাদিকতা গনতন্ত্রের শত্রু’ সহ হলুদ সাংবাদিকতার বিপক্ষে বিভিন্ন স্লোগান।

