তালাসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’- প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা সমবায় বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও মুর্শিদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, জেলা কৃষি প্রকৌশলী খামার বাড়ির ডি এ ই হারুন বিন হানিফ, সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অরুপ সাহা, সাতক্ষীরা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রব ওয়ার্ছি, দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের জেলা সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দীপু, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. আশরাফ আলী, পরিদর্শক জাফর ইকবাল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন- সমবায় মানুষকে একত্রিত করে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। নতুন বাংলাদেশ গড়তে সমবায় খাতের ভূমিকা অনন্য। সমবায় সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। বর্তমানে জেলার প্রতিটি উপজেলায় শতাধিক সমবায় সমিতি সক্রিয়ভাবে কাজ করছে, যা গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে।

বক্তারা আরো বলেন- দেশের যে কোনো উন্নয়ন পরিকল্পনায় সমবায়ের অন্তর্ভুক্তি অপরিহার্য। সমবায় আন্দোলনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সবার শেষে জেলায় দুগ্ধ প্রকল্পের আওতায় ৫ জন সমবায়ীর মাঝে সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়।

এসময় সমবায় অফিসের কর্মকর্তা ও সমবায় সম্পৃক্ত সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *