কালিগঞ্জে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ দায়ের
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামে ঘরে প্রবেশ করে গৃহকর্তার পুত্রকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আবুল মোড়ল (৭৫) কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, ৩০ অক্টোবর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর চোরের দল ঘরের তালা ভেঙে প্রবেশ করে। পরদিন সকালে তার পুত্র মিলন মোড়ল (৩৫) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘরের জিনিসপত্র ছড়ানো ও নগদ টাকা, স্বর্ণালংকার ও কাগজপত্র উধাও ছিল।
পরিবারের সদস্যরা মিলনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন।অভিযোগে বলা হয়েছে, চোরেরা চেতনা নাশক ওষুধ ব্যবহার করে স্টিলের শোকেজ ও খাটের ড্রয়ার ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান,“অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, কালিগঞ্জ থানার এমার্জেন্সি টিম এসআই রাজিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

