কালিগঞ্জের বসন্তপুরে রিভারভিউ ক্যাফে কর্নার’র বর্ণাঢ্য উদ্বোধন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী মনোরম প্রকৃতির আঁচলে ঘেরা ঐতিহ্যবাহী সাতক্ষীরা কালিগঞ্জের বসন্তপুরে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো বসন্তপুর রিভার ভিউ ক্যাফে কর্নার। শত শত স্থানীয় মানুষ, পর্যটক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।
কালিন্দী, ইছামতি ও কাকশিয়ালী নদীর মিলনস্থলে, রাজা বসন্ত রায়ের স্মৃতিবিজড়িত এই ঐতিহ্যবাহী স্থানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য জাহানারা খাতুন, আর সঞ্চালনা করেন জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।
ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, প্রধান শিক্ষক রফিকুন নেছা, মাওলানা আব্দুর রহমান, ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, আবু হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ ও ফজলুল হক, সমাজ সেবক তারিকুশ সারাফাত, শাহাদাত হোসেন সাজু, ও সঞ্জয় ঘোষ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
রাজা বসন্ত রায়ের প্রাসাদ, প্রাচীন নৌবন্দর ও নদীপথের ঐতিহ্য এখনো বহন করছে বসন্তপুরের ইতিহাস। উপজেলা প্রশাসন ইতোমধ্যে এখানে প্রতিষ্ঠা করেছে “বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক”, যেখানে প্রতিদিন শত শত দর্শনার্থী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন।
বসন্তপুর রিভার ভিউ ক্যাফে কর্নার এর স্বত্বাধিকারী মো. হাসানুজ্জামান বলেন,আমাদের এলাকায় ভালো মানের কফি শপের অভাব ছিল। প্রতিদিন এখানে শত শত ভ্রমণপিপাসু আসে তাদের আরাম ও আনন্দের জন্যই এই ক্যাফে কর্নার প্রতিষ্ঠা করেছি।
তিনি আরও জানান, এখানে পাওয়া যাবে রাজকীয় ফুচকা, দই ফুচকা, চিকেন চটপটি, পানিপুরি, ফালুদা, বার্গার, কফি, লাচ্ছি, ফ্রেন্স ফ্রাইসহ নানা মুখরোচক খাবার।
কালিগঞ্জ ফুলতলা মোড় থেকে নাজিমগঞ্জ বাজার হয়ে উত্তরমুখী সড়ক ধরে গেলে বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্কে পৌঁছানো যায়। পার্কে পৌঁছানোর আগেই খেয়াঘাট সংলগ্ন রাস্তায় চোখে পড়বে এই মনোমুগ্ধকর বসন্তপুর রিভার ভিউ ক্যাফে কর্নার।
স্থানীয়রা জানান বসন্তপুরের নতুন আকর্ষণ নদী, প্রকৃতি আর বিনোদনের এক মোহন মেলবন্ধনে গড়ে উঠেছে এই ক্যাফে কর্নার যা এখন বসন্তপুরের নতুন পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে স্থান করে নিচ্ছে স্থানীয় ও বাইরের দর্শনার্থীদের হৃদয়ে।

