সাতক্ষীরার সীমান্ত থেকে মাদকসহ বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, ঘোনা, তলুইগাছা, মাদরা, হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরার ভোমরা ফলমোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯০০ টাকার ভারতীয় প্রেসার কুকার আটক করে। ঘোনা বিওপির সদস্যরা পায়রাডাঙ্গা আমাবাগান এলাকা থেকে ৮ হাজার ২০০ টাকার ভারতীয় বিড়ি জব্দ করে। তলুইগাছা বিওপির সদস্যরা মজুমদারের খাল এলাকা থেকে ৪৫ হাজার টাকার ভারতীয় ঔষধী গাছের বাকল আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা হরিণা এলাকা থেকে ৩০ হাজার টাকার ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া কলারোয়া থানাধীন মাদরা বিওপির সদস্যরা চান্দা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করে। হিজলদী বিওপির সদস্যরা শিশুতলা এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
সব মিলিয়ে অভিযানে ৩ লক্ষ ৩৫ হাজার ১০০ টাকার বিভিন্ন চোরাচালান ও মাদকজাত মালামাল উদ্ধার করা হয়েছে।
বিজিবির টহলদল কর্তৃক উদ্ধারকৃত সকল ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৩৩ বিজিবির এক কর্মকর্তা।

