অনলাইনঅপরাধতালাশ্যামনগরসারাবাংলা

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃ’ত্যু

ইসমাইল হোসেন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিশান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জ–কালিগঞ্জ মহাসড়কের মুনসুর সরদার গ্যারেজ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশান ওই এলাকার আব্দুর রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল নিশান। একপর্যায়ে দৌড়ে রাস্তায় উঠলে দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিশানের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা বলেন, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *