সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪৯০ পিস ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ১৬ লাখ টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় ১৬ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিজিবির বিভিন্ন বিওপি- ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা — এলাকায় পৃথক পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। একইভাবে গাজিপুর বিওপি বোস্তানের ঘোর এলাকা থেকে ৭০ হাজার টাকার, ঘোনা বিওপি ঘোনা বাজার এলাকা থেকে ৩৫ হাজার টাকার, এবং কালিয়ানী বিওপি কালিয়ানী এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। তলুইগাছা বিওপি শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।
এছাড়া, কাকডাঙ্গা বিওপি-এর পৃথক তিনটি বিশেষ দল কলারোয়া থানার কেরাগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ১২ লাখ ২৪ হাজার ৪০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে।
অন্যদিকে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার ফুলতলা বাজার ও তেতুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বমোট ১৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

